সর্বাস্থায় ধর্মীয় সম্প্রতি ও বন্ধন বজায় রাখতে হবে -আবদুল হান্নান চৌধুরী
চকরিয়া,কক্সবাজার :
কক্সবাজার চকরিয়া পহরচাঁদা বিবিরখীল রাধা কৃষ্ণ তরুণ প্রজন্মের উদ্যোগে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ স্মরণে সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী ভূবমঙ্গ মাহানামযঙ্গ সনাতনী ধর্মীয় সভা সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু লক্ষীপদ দাশ এর সঞ্চালনায় সভাপতি শ্রীযুক্ত বাবু কালাচাঁন দাশ এর সভাপতিত্বে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রামের সমন্বয়কারী আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে পহরচাঁদা ফাজিল ডিগ্রি মাদরাসা সিনিয়র শিক্ষক ইস্কান্দার মির্জা, শ্রীযুক্ত বাবু সুমন দাশ, বাবু অজয় দাশ,বাবু লক্ষী দাশ বাবু আশানন্দ জল দাশ প্রমূখ। এতে বিভিন্ন মন্দির থেকে আমন্ত্রিত ধর্মীয় গুরুজন সনাতনী ধর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সবাইকে সর্বাস্থায় ধর্মীয় সম্প্রতি ও বন্ধন বজায় রাখতে অনুরোধ জানান এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংখ্যালঘুরদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এ ব্যাপারে কেউ বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।