প্রেস বিজ্ঞপ্তিঃ
ঢাকা থেকে প্রকাশিত স্বনামধন্য জাতীয় দৈনিক মুক্ত আলো প্রত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন দিরাই উপজেলার মো. বদরুজ্জামান বদরুল।
বুধবার দৈনিক মুক্ত আলো প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: মো: আশরাফুল ইসলামের সাক্ষরিত পরিচয় পত্র ও নিয়োগ পত্র গ্রহণ করেন তিনি ৷
মো. বদরুজ্জামান বদরুল আঞ্চলিক ও স্থানীয় দুটি পত্রিকায় সুনামের সহিত সাংবাদিকতা করেন । বর্তমানে তিনি জাতীয় সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল বিবিসি মনিং এ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মো. বদরুজ্জামান বদরুল দিরাই পৌরসভার পুরাতন বাগবাড়ী’র ইছকন্দর আলীর পুত্র । সে সবার কাছে দোয়া প্রার্থী। সংবাদ সংক্রান্ত বিষয়ের জন্য এই নাম্বার গুলোতে যোগাযোগ করার জন্য সকলের নিকট আহবান জানান ।
মোবা : ০১৭১২৯৯৭০৪৫
০১৬১২৯৯৭০৪৫
ইমেল:sunambadruzzaman835@gmail.com