আন্তর্জাতিক ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বসবাসরত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন “চকরিয়া প্রবাসী ইউনিয়ন” দুবাই শাখার উদ্যোগে ৩ মার্চ’২১ দুবাইস্থ একটি হোটেলে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মুহাম্মদ শহীদুল্লাহ বেনুর সভাপতিত্বে
ও মোহাম্মদ সোহেল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এহেসান চৌধুরী, বিশেষ অতিথি যথাক্রমে ডাঃ মাসুদ সরওয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মনকির আলম, আবু তাহের ফারুকী ও প্রধান আলোচক- মোহাম্মদ ইউনুচ বাচ্ছু।
“আমাদের চকরিয়া আমরাই সাজাবো”
এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সংগঠনটির নব উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সদস্য সংগ্রহে করণীয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও রেজিষ্ট্রেশনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত নেতৃবৃন্দ।
এছাড়া সভায় আরো বক্তব্য করেন শারজাহ শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, হাফেজ মোহাম্মদ ইব্রাহীম উম্ম আল কুয়াইন শাখার উপদেষ্টা আমিনুল ইসলাম ও কার্যকরী কমিটির সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেহান , আজমান থেকে ফরহাদ, মিজানুর রহমান, শহীদ ইসলাম দরবেশি, মিজান দুবাই, সোলেমান, মিজান, জসিম, জমির ও রাজ্জাক সহ আরো অনেকে।
সভায় ১১ জন উপদেষ্ঠা ও মোহাম্মদ শহীদুল্লাহর বেনুকে সভাপতি ও মোহাম্মদ সোহেল মাহমুদ কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টার নেতৃবৃন্দরা ১১ জন বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও মুহাম্মদ শহীদুল্লাহ্ বেনুকে সভাপতি, মোহাম্মদ সোহেল মাহমুদ কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটি- * মোহাম্মদ মুঈনুদ্দিন মঈন , * ডঃ মোঃ আশরাফুল ইসলাম সজিব, * বাহাদুর আলম, * মোহাম্মদ রেজাউল করিম,*জাবের উদ্দিন, *মোহাম্মদ সোলেমান *মশিউর রহমান মোর্শেদ, *জমির উদ্দিন*আব্দুল মান্নান*ইয়াসিন আরাফাত।
কার্যনির্বাহী কমিটি- * সভাপতি- মুহাম্মদ শহীদুল্লাহ্ বেনু,* সিনিয়র-সহ সভাপতি মোহাম্মদ ইউনুচ বাচ্চু * ১ নং সহ সভাপতি-মাহমদুল করিম সোহেল, * সহ সভাপতি যথাক্রমে * মিজানুর রহমান টিপু,* আব্দুর রাজ্জাক,* মোহাম্মদ জমির উদ্দিন,*মোহাম্মদ জসিম উদ্দিন।
* সাধারণ সম্পাদক-মোহাম্মদ সোহেল মাহমুদ
* সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক-আবু জাফর *সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ কামাল উদ্দিন *অর্থ সম্পাদক- মোহাম্মদ আনোয়ার হোছাইন বেলাল *প্রচার সম্পাদক- মোহাম্মদ মিজানুর রহমান *ধর্ম বিষয়ক সম্পাদক- রবিউল আলম রনি *দপ্তর সম্পাদক-মোহাম্মদ মাজেদুল ইসলাম *সমাজ কল্যাণ সম্পাদক- সাইফুল ইসলাম * সহ সমাজ কল্যাণ সম্পাদক- আলতাজ আহামদ, *শিক্ষা বিষয়ক সম্পাদক- সাজ্জাদুল ইসলাম জুয়েল * ক্রীড়া বিষয়ক সম্পাদক- মাহিম উদ্দিন ছুট্টু , * সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম * আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোশারাফ হোসাইন মানিক ও সম্মানিত কার্যনির্বাহী সদস্য বৃন্দ।
নব গঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা ব মানুষের সেবা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করবে। তাই সবাই সম্মিলিতভাবে সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সংগঠনটি দ্রুতই সাফল্যের মুখ দেখবে।