মোঃ বদরুজ্জামান বদরুলঃ
দিরাই উপজেলার ভাটি পাড়া ইউনিয়নে মধুরাপুর গ্রামে মাছ বিক্রয় কে কেন্দ্র করে ১৩/১০/২০২০ ইং তারিখে নুর মোহাম্মদ নামক এক ব্যক্তি নিহত হয়, মোঃ হিরন মিয়া বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন, জি, আর, মামলা নং ১০১ মামলায় ৯৯ জন কে অভিযুক্ত করেন আসামী করেন, ৫৩ জন জামিন পেলে ও ৪৩ জন জেল হাজতে আছেন, ২০/০২/২০২১ ইং ৩ জন আসামী কে দিরাই থানায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন, ( ১) দিল হক ( ২) খোরশেদ ( ৩) জাহিদুল, অন্য আসামিরা কারাবরণ করে জামিন আছেন,
পলাতক আসামীদের মধ্যে ৩ জন আসামী
(১) সুয়েব মিয়া, সিলেট খাদিম, চৌধরী পাড়ায় নিজের বাস ভবনে বসবাস করতেছেন, মোবাইল নং ০১৭৩০৪০০২৩৮, (২) মোশারফ মিয়া, সুনামগনজ মধ্য বাজার রান্না ঘর নামক রেসটুরেনট ব্যবসা পরিচালনা করিতেছেন, মোবাইলঃ ০১৭১৬১২৮৩২৯, ( ৩) আঃ মালিক বানিয়ারচং আছেন, আর বিস্তারিত জানতে চোখ রাখুন বিবিসি মনিং টিভিতে।