প্রেস বিজ্ঞপ্তিঃ
পৃথিবীতে একমাত্র বাংলাদেশের মানুষই ভাষার জন্য জীবন দিয়েছে। পাক হানাদাররা ভাষার জন্য আয়োজন করা শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে শহীদ করেছে সালাম, বরকত, রফিক, জব্বারদের। স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রামের সূচনাও হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৭১ সালে এসে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে আমরা পেলাম এই স্বাধীনতা।১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারিকে পালন করা হয় মাতৃভাষা দিবস হিসেবে। যদিও তা এখন আর শুধুমাত্র বাংলাদেশের সম্পত্তি নয়। দেশের গণ্ডি ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি হয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
এইদিকে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় চেয়ারম্যান এস এম সামছুল হক এক বার্তায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংগঠনটির চেয়ারম্যান এস এম সামছুল হক বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই পরবর্তীতে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে এদেশ জয়লাভ করেছে। ৫২’র এই চেতনাকে লালন করেই বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে।