চকরিয়া প্রতিনিধি : চকরিয়া, বরইতলী, পহরচাঁদা গ্রামে অবস্থিত সরকার অনুমোদিত ও জয় বাংলা ইয়ুথ অ্যাওর্য়াড বিজয়ী প্রতিষ্ঠান পহরচাঁদা আদর্শ পাঠাগার ১০ম বর্ষ পেরিয়ে ১১ বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত বই পাঠ,ফোরকানীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৩/০২/২০২১ খ্রি. শনিবার পহরচাঁদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠাতা সভাপতি শোয়াইবুল ইসলাম ও আরশাদুল ইসলামের সঞ্চালনায় বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান,এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সাংবাদিক লায়ন এইচ এম ওসমান সরওয়ার,পহরচাঁদা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক ইস্কান্দর মির্জা,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফরিদ আহমদ আজিজী,মেম্বার দিদারুল ইসলাম প্রমূখ। এছাড়া অন্যদের মধ্যে পাঠাগারের সদস্য বাহাদুর,দেলোয়ার, মনজুরসহ অন্যান্য সদস্য। বক্তারা সমাজ ও দেশ বিনির্মানে বই পাঠ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে পাঠাগারের সার্বিক কল্যাণ ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।