চকরিয়া সংবাদদাতাঃমাতামুহুরি ছাত্রলীগ নেতা মনিরকাজলের নেতৃত্বে অসহায় বিধবা মহিলার ১কানি ধান রূপন শেষ হয়েছে।
১০ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে এক অসহায় বিধবা মহিলার ১ কানি ধান রূপন করেন মাতামুহুরি ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনির কাজল, ছাত্রলীগ নেতা মিজান, ইসমাইল, হুমায়ুন, রাফাত ও তার সহযোগিরা। এ সময় মনির কাজল বলেন করোনা মহামারীতে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ জেলা সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে সব সময় অসহায় মানুষের পাশে ছিলেন এবং তাদের এই কার্যক্রন আগামীতে আরো চলমান থাকবে।