এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে সারা দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের গণ টিকাদান। তারই প্রেক্ষিতে চকরিয়ায় গত রবিবার থেকে শুরু হয়েছে কোভিড-১৯ টিকা কর্মসূচি।
তৃতীয় দিন ৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কোভিড-১৯ টিকা” গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রথম গ্রহন করেছেন দৈনিক আমার বার্তা পত্রিকার চকরিয়া প্রতিনিধি ও এটিএম নিউজের স্টাপ রিপোর্টার সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন। সংবাদকর্মী হিসেবে সাংবাদিক সাঈদী আকবর ফয়সালও উক্ত টিকা গ্রহণ করেন। এসময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে,বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা।
সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।জাতীয়ভাবে কোভিড-১৯ টিকা বিতরণ ও প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী, তিন ভাগে (ফেইজ) মোট পাঁচ ধাপে এসব টিকা দেওয়া হবে।