চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
সরকার অনুমোদিত ২০২০ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ী চকরিয়া বরইতলী পহরচাঁদা গ্রামে অবস্থিত পহরচাঁদা আদর্শ পাঠাগার ২১ সাল ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন চকরিয়া -পেকুয়ার মাননীয় এমপি জাফর আলম (বি অনার্স এমএ)। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত পাঠাগারের উপদেষ্টা সাংবাদিক লায়ন ওসমান সরওয়ার, সাবেক সভাপতি ও ছাত্রনেতা শোয়াইবুল ইসলাম,সাংবাদিক জুনাইদ উদ্দিন, সিনিয়র সদস্য আবদুল্লাহ আল মুরাদ, ফরহাদ হোসেন ও আলভী প্রমূখ। এমপি বলেন, “পহরচাঁদা আদর্শ পাঠাগার আমাদের চকরিয়ার সম্পদ, এর উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং শুরু থেকে এ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের জন্য তরুণ সংগঠক শোয়াইবুল ইসলামের ভূয়সী প্রশংসা করে সবসময় তাঁর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।