চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
দেশভিত্তিক শিক্ষা ও সেবামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ’র কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের চেয়ারম্যান নুরুল কবির মিলন ও মহাসচিব মোহাম্মদ আল এমরান স্বাক্ষরিত অাগামী ১বছরের (২০২১ সাল) জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে সভাপতি এম এ মোমেন, সহ-সভাপতি ইমাম হোসাইন মাহিন, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সাধারণ সম্পাদক
মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাঈদ মোহাম্মদ মতিম, সহ-সাংগঠনিক আকতার মাহমুদ, অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোরশেদ, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক রকি কান্তি দে, ব্লাড বিষয়ক সম্পাদক
ইমরানুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল নোমান
শিক্ষাবান্ধব একটি স্বাধীন সেবামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারীপুরুষের সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় কাজ করা। দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থায় তৃণমূলে উন্নত জাতি গঠনে অংশীদারিত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা। দেশব্যাপী কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সৃষ্টিশীল ও উদ্যোমী তরুণদের সঠিক মুক্তিযুদ্ধের চেতনা চর্চা ও ভবিষ্যৎ নেতৃত্বকে বিকশিত করার মাধ্যমে একটি সুন্দর, সুশীল সমাজ বিনির্মাণই ‘প্রত্যয় বাংলাদেশ’র মূল লক্ষ্য।