বিবিসি মর্ণিং ডেস্কঃ
দেশে ২৭ জানুয়ারি বুধবার দেয়া হয়েছে বহুল কাঙ্খিত করোনা টিকাদান কর্মসূচি। বাংলাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা ডি কস্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভার্চুয়ালি সংযুক্ত হয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিন রুনুসহ ২৬ জনকে টিকা দেওয়া হয়েছে।
রুনু বেরুনিকা কস্তার সঙ্গে একই হাসপাতালের দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নিয়েছেন। চিকিৎসক হিসেবে প্রথম টিকা নিয়েছেন মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন।