মোঃ বদরুজ্জামান বদরুল
সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. নূর মিয়া’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঠাকুরভোগ ছয় হালের মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন, সালিশ ব্যাক্তিত্ব আব্দুল জব্বার,আব্দাল মিয়া,সাবেক শিক্ষক ফয়জুল ইসলাম, মনির মিয়া,রাজা মিয়া, সামছুল মাষ্টার, হাজী ইসব মিয়া, মকবুল খান,সজুন তালুকদার, বকুল খান সহ আরো অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,মো. নুর মিয়া, এলাকার সকলের পরিচিত মুখ ও একজন সালিশ ব্যাক্তিত্ব। তিনি নিষ্টার সাথে বিগত দিন গুলোতে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা এই নির্বাচনে আমাদের গ্রাম ঠাকুরভোগের সর্ব শ্রেনীর মানুষের মতামতে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্মথন দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস নুর মিয়া সততার মাধ্যমে তিনি জনগনের পূর্ণ রায় নিয়ে ঘরে ফিরতে পারবেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মো. নুর মিয়া বলেন, সততার ও নিষ্টার সাথে এলাকার মানুষের কাজ করেছি।
নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আসন্ন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার মানুষের কল্যাণে লড়বো । আমি পশ্চিম বীরগাঁও ইউনিয়নে নির্বাচিত হলে এলাকায় খেলার মাঠ নির্মাণ, রাস্তা সংস্কার, উন্নতসহ দীর্ঘমেয়াদি টেকসই রাস্তা নির্মাণ করবো। সে লক্ষ্যেই দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
উঠান বৈঠক শেষে এ সকলের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এসময় এলাকার গণ্যমান্য মুরুব্বী সহ বিভিন্ন শ্রেনী পেশার অংসখ্য মানুষজন উপস্থিত ছিলেন।