বদরুজ্জামান বদরুল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশে আগামী মার্চ-এপ্রিল নাগাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পৌরসভার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। পৌরসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পর পরই সারাদেশে ইউপি নির্বাচনের তফশিল ঘোষনা হতে পারে। আর সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজানগর ইউনিয়নের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সম্ভাব্য প্রার্থীরা আগাম নির্বাচনী সালাম ও শুভেচ্ছা পৌছে দিচ্ছেন ভ্যোটারদের মাঝে।
তফসিল ঘোষনা না হলেও নির্বাচনী হাওয়া বইছে সারাদেশ জুড়ে। চলছে চুলচেরা বিশ্লেষণ, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের দৃষ্টি রয়েছে দলীয় প্রার্থী ও প্রতিকের উপর। সেক্ষেত্রে রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিকামী, উন্নয়ন প্রত্যাশী জনগণ ও তৃনমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন সাধারণ মানুষের বন্ধু , শান্তির দুত সৎ,শিক্ষিত, নীতিবান ও মানবিক যোদ্ধা, একসময়ের তুখোড় ছাত্রনেতা, আওয়ামীলীগের দু:সময়ের কাণ্ডারি, হাজী নওশেরান চৌধুরী।
সরেজমিনে ঘুরে রাজানগর ইউনিয়নের শান্তিকামী ও উন্নয়ন প্রত্যাশী জনগণ ও তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের নিকট থেকেই তাদের পছন্দের প্রার্থী হিসেবে হাজী নওশেরান চৌধুরীর নামটি বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে সর্বত্র।
হাজী নওশেরান চৌধুরী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দিবানিশি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি। আমার পরিবার স্বাধীনতা সংগ্রামের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের দুঃসময়ে দাড়িয়েছি। এটা আমার শেষ নির্বাচন। আমি যদি দলীয় প্রতিক পাই, এ নির্বাচনে অবশ্যই বিপুল ভোটে জয় লাভ করবো, ইনশাআল্লাহ।