চকরিয়া কক্সবাজারঃ ক্যাপ্টেন কক্সের স্মৃতিবিজড়িত পাললিক জনপদ কক্সবাজারের প্রবেশপথ চকরিয়া উপজেলার সর্বপ্রথম বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি’র ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বৎসরে পদার্পণ উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রত্যয় বাংলাদেশ কে সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। ০৯ জানুয়ারি (শনিবার) চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে নানান আয়োজনের মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম। উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব।
এসময় উপস্থিত অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রত্যয় বাংলাদেশ’র চেয়ারম্যান নুরুল কবির মিলন, কক্সবাজার জেলার উপ-সমন্বয়ক শেফায়দুল ইসলাম ও আশেকুর রহমান রুকন। মানবিক কাজের বিশেষ স্বীকৃতি দেওয়ায় চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন প্রত্যয় বাংলাদেশ’র বোর্ড অব ট্রাস্টি।