পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এডহক কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক, প্রতিষ্টিত ব্যবসায়ী মুকুল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এ, কে এম মহিউদ্দিন বাবর (মুকুল)। মুকুলের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনায়। ৫ জানুয়ারী ওই কমিটি অনুমোদিত হয়েছে। পূর্বের কমিটি স্থগিত করে ওই বিদ্যালয় পরিচালনার জন্য নতুন এডহক কমিটি অনুমোদিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ওই প্রজ্ঞাপনের অনুবলে এ কমিটি অনুমোদিত হয়েছে। এ দিকে সাবেক ছাত্রনেতা পেকুয়ার সর্বজন পরিচিত পরিবারের সন্তান মহিউদ্দিন মুকুলকে সভাপতি মনোনীত করায় দক্ষিন মেহেরনামাসহ সদর ইউনিয়নে জনগনের মাঝে আনন্দভাব দেখা দিয়েছে। মহিউদ্দিন মুকুলের এর পিতা প্রয়াত ছালেহ আহমদ প্রকাশ মধু মাঝি পেকুয়াসহ এ অঞ্চলে মুক্তিযোদ্ধের চেতনা ও এ ধারার রাজনীতিকে ধারণ করছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ প্রতিষ্টিত সময় থেকে মধু মাঝি নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম করছিলেন। এক সময় শ্রেণী বৈষম্য ছিল প্রকট। ধনী ও দরিদ্রদের মধ্যে এ বৈষম্য অধিক তফাৎ ছিল। উচ্চ শ্রেণির মানুষরা দরিদ্রদেরকে করতেন চরম অবহেলা। সে সময় গরীব মানুষের অধিকার নিয়ে প্রতিবাদ করতেন মুকুলের বাবা ছালেহ আহমদ মধু মাঝিরা। তারই কনিষ্ট সন্তান মহিউদ্দিন মুকুলকে মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে সভাপতি করা হয়েছে। মহিউদ্দিন মুকুল স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এরপর চট্টগ্রাম সরকারী সিটি কলেজেও তিনি ছাত্রলীগের প্রভাবশালী নেতা ছিলেন। চট্টগ্রাম আইন কলেজে ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে অধিষ্টিত ছিলেন। তার বড় ভাই এস,এম গিয়াস উদ্দিন পেকুয়াসহ কক্সবাজার জেলার রাজনীতিতে অত্যন্ত পরিচিত। চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এস,এম গিয়াস উদ্দিন জেলা আ’লীগের বর্তমান ও সাবেক কমিটিতে প্রভাবশালী সদস্য পদে আসীন আছেন। মহিউদ্দিন মুকুলের বড় ভাই প্রয়াত মোহাম্মদ আলী বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস অফিসার ছিলেন। অফিসার ইনচার্জ (ওসি) পদে থেকে রাষ্ট্রকে সেবা দিয়েছেন। ওসি মোহাম্মদ আলী অত্যন্ত দক্ষ ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। বিশেষ করে কম্বোডিয়া, কসোভো ও আফ্রিকার কিছু দেশেও মুকুলের বড় ভাই ওসি মোহাম্মদ আলী অত্যন্ত নিষ্টা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন। এ দেশের পরিচয়কে বিদেশে উজ্জল করেছেন। এ জন্য তার বড় ভাই ওসি মোহাম্মদ আলীকে জাতিসংঘ শান্তি মিশন থেকে একাধিকবার পুরষ্কৃত করেছিলেন। তার আরেক বড় ভাই আবু তালেবও পেকুয়ায় উপজেলা কৃষকলীগের কর্ণধার ছিলেন। সাবেক কমিটিতে কৃষকলীগের উপজেলার আহবায়ক ছিলেন ওই আবু তালেব। মহিউদ্দিন মুকুল একজন প্রতিষ্টিত ব্যবসায়ী। মুকুল এন্টারপ্রাইজ নামে তার প্রতিষ্টিত ব্যবসা প্রতিষ্টান রয়েছে। দেশের অবকাঠামো খাতের উন্নয়নে এ প্রতিষ্টানের সুদুরপ্রসারী অবদান সর্বজন প্রশংসিত। এ প্রতিষ্টানের মাধ্যমে তিনি পেকুয়ার অনেক বেকার যুবককে কর্মসংস্থানের পথ সুগম করেছেন। প্রায় ৫শতাধিক যুবককে তার প্রতিষ্টানে ৯১ সাল থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছেন। এ ছাড়া তিনি এলাকায় অসহায় মানুষের সাহায্যের জন্যও হাত প্রসারিত করেছেন। যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও অভাব অনটনের সময় দুর্গত মানুষের পাশে এগিয়ে এসেছেন। করোনা পরিস্থিতিতে তিনি মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও শিক্ষা বিস্তারের জন্য তার প্রশংসনীয় উদ্যোগ ও দৃষ্টিভঙ্গি সুদুরপ্রসারী। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ ও সংরক্ষনের উদ্যোক্তাও তিনি। তাকে সভাপতি করায় সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতাসহ সাধুবাদ জানিয়েছেন পেকুয়া উপজেলাবাসী।