সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাই উপজেলার হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার ও দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হুসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ও মাদরাসা সুপার আব্দুল জলিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আয়া ও নিরাপত্তা কর্মী পদে পরিক্ষার্থীরা।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ০২/০১/২০২১ ইং তারিখে দিরাই পৌর সদরে অবস্থিত হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় আয়া ও নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরিক্ষায় মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের বাসার চাকরণী ফাতেমা বেগমকে একটি অষ্টম শ্রেণির সার্টিফিকেট তৈরি করে আয়া পদে নিয়োগ দেন মাধ্যমিক শিক্ষা অফিসার । মুর্খ মানসিক ভারসাম্যহীন ফাতেমাকে নিয়োগ দেওয়ায় এলাকার শিক্ষিত সমাজ ও অভিবাকগণ ফুসে উঠেন। ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ করেন। যে একজন মানসিক ভারসাম্যহীন মুখ্য মহিলা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আয়া হয়? ।
অনিয়ম ও নিয়োগ ব্যানিজের কারণে নিয়োগ কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ও মাদরাসার সুপার আব্দুল জলিলে সহ কমিটির অন্যান্য সদস্যের যোগসাজশে সম্পূর্ণ পদে জালিয়াতি স্বজনপ্রীতি এবং অর্থের বিনিময়ে ভূয়া সার্টিফিকেট দ্বারা নিয়োগ দেওয়া বিভিন্ন দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদেরকে বাদ দেওয়া হয়েছে।