বদরুজ্জামান বদরুল
নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ছাত্রলীগ দুই শিবিরে বিভক্ত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার গ্রুপের বিরাট মিছিলের অগ্রভাগে ছিলেন বর্তমান মেয়র মোশাররফ সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ। মিছিলটি দিরাই বাজারের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ শেষে পুরাতন লঞ্চঘাটস্থ মেয়রের ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।
অপর দিকে ছাত্রলীগ দিরাই উপজেলা সভাপতি পারভেজ রহমানের সভাপতিত্বে ও সজিব নুরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদকল হুমায়ুন রশিদ লাভলু, দিরাই উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়া, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আসাদ উল্লাহ, দিরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, মারফত মিয়া ও সাবেক ছাত্রনেতা সাংবাদিক জিয়াউর রহমান লিটন প্রমুখ