চকরিয়া কক্সবাজারঃ
২ জানুয়ারি ২০২১ খৃঃ শনিবার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদানে উদ্ভুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । ক্যাম্পেইনটি পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব, এডভোকেট রবিউল এহেসান লিটনের উদ্যোগে ও অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির কারিগরি ও সর্বাত্মক সহযোগিতায় অনুষ্ঠিত হয় । উক্ত ক্যাম্পেইন উদ্ভোধন করেন পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব, এডভোকেট রবিউল এহেসান লিটন ।
ক্যাম্পেইনে অত্র ইউনিয়নের প্রায় এক হাজার জনসাধারনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রায় ছয় শতাধিক থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদানে উদ্ভুদ্ধকরণ লিফলেট বিতরণ করা হয় ।
ক্যাম্পেইন পরিচালনা করেন অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন মোঃ ইউনুস উদ্দিন ও এডমিন রবিউল হাসান । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব, হোসাইন উজ জামান, বদরখালি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব, হুমায়ুন কবির ও অন্যান্য ব্যক্তিবর্গ ।
সার্বিক সহযোগিতায় ছিলেন অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির কার্যকরি সদস্যদের মধ্যে আবু সৌরভ, ইয়ারকানুল হক রাজু, মোঃ ফরহাদুল ইসলাম । সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, জিয়াউর রহমান বাবর, নাছির উদ্দিন, সৌরভ আফ্রিদি শাকিল, মোঃ রিয়াদ । এছাড়াও অসংখ্য শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন ।
সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে এলকাবাসী খুবই খুশি । এলাকাবাসীর তথ্যমতে ওই ইউনিয়নে অতীতে এরকম কোন ক্যাম্পেইন করা হয়নি । এটাই ছিল সর্বপ্রথম ক্যাম্পেইন । তারা অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটি ও রবিউল এহেসান লিটন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।