মহেশখালীতে ১ শিশু অপহরণ! নতুন ওসির নেতৃত্বে ৮ ঘন্টার মধ্যে উদ্ধার
মহেশখালী উপজেলার শাপলাপুর থেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া শিশু মোঃ সাইমন (৪) কে অপহরণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে,মহেশখালী থানায় সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯সেপ্টেম্বর রামু থানার গর্জনিয়াস্থ জৈনক তুষারের বাড়ীতে মহেশখালী থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল হাই এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট অভিযান চালিয়ে শিশু মোঃ সাইমন(৪)কে উদ্ধার করেছে।
এসময় অপহরণ কারী দলের সদস্য রফিক(৩৪) কে,
মুক্তি পণের টাকা বিকাশে গ্রহণ করার সময় প্রযুক্তির মাধ্যমে তাকে গর্জনিয়া থেকে গ্রেপ্তার করে,সদ্য যোগদান কৃত ওসি মহোদয়ের এমন গর্ভিত কাজকে সাধুবাদ জানান,মহেশখালীর সর্বস্তরের জনসাধারন।