১৯৭২ সালে উক্ত প্রতিষ্টান টি স্থাপিত হয়,জানা যায় উক্ত প্রতিষ্টানের জমিদাতা ছিলেন অত্র এলাকার বিশিষ্ট দানবির আলহাজ্ব উলা মিয়া সওদাগর।আর বিদ্যালয়টি প্রথম ধাপে আবুল হোসেন বি এস সি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্টিত করেন, পরে এটা প্রাথমিক বিদ্যালয় হিসেবে সরকারীকরণ করা হয়।প্রতিষ্টান টি স্থাপিত হওয়ার পর থেকে অধ্যবদি পর্যন্ত হাজার হাজার কৃতি শিক্ষার্থীরা এখান থেকে পড়া শুনা শেষ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দেশ সেবার কাজে নিয়োজিত আছেন।মাননীয় রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সচিবালয় আর ও অনেক হাই কমান্ড সেক্টরে অত্র স্কুলে পড়ুয়া কৃতি শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন,মহেশখালী মাতারবাড়ীর প্রানকেন্দ্রে উক্ত স্কুলটি স্থাপিত হওয়ার কারনে মাতারবাড়ীর প্রায় অংশের ছাত্র/ছাত্রী রা এখানে পড়তে আসে,বর্তমানে স্কুলটি তে ২ দুটি তিন তল বিশিষ্ট ভবন সহ ছোট্ট একটি খেলার মাঠ রয়েছে।বর্তমানে ১০ জন দক্ষ শিক্ষক /শিক্ষিকা এবং একজন অফিস কাম শিঃ- র মাধ্যমে স্কুলের পাঠদান কর্মসূচী সম্পন্ন হচ্ছে,স্কুলটির প্রধান শিক্ষক মাষ্টার জসিম বি এস এস অনার্স এম এস এস বি এড বলেন,বর্তমানে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি খেলা ধুলা আর শরীর চর্চায় ও বিশেষ ভাবে নজরদারী রাখা হচ্ছে,এমন কি কোন শিক্ষার্থী যদি তিন দিন পর্যন্ত অনুপস্থিত থাকে আমরা তাদের বাসায় এবং অভিভাবকদের কাছে খবর পৌছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করি,দুর্বল এবং গরীব শিক্ষার্থীদের কে সম্ভবপর আমরা সহযোগিতার মাধ্যমে তাদের পড়াশুনার বিষয়টি নিশ্চিত করি।চারপাশে নানান ধরনের ফুলের গাছ লাগিয়ে স্কুলের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দুটি কৃঞ্চচূড়া ফুলের গাছ মিলিয়ে এটা যেন একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে।বর্তমানে স্কুলটির প্রধান শিক্ষক মাষ্টার জসিম উদ্দীন উক্ত স্কুলের প্রতি সকলের সহযোগিতা কামনা করেন।