মাতারবাড়ী মাইজপাড়া নিবাসী মোহাম্মদ হোসেনের তিন বছরের একমাত্র সন্তানের নির্মম মৃত্যু হয়।
৪ সেপ্টেম্বর শুক্রবার জুমার আযানের সময়/১২.৪৫মিনিটে মাতারবাড়ী মাইজপাড়া নিবাসী মোহাম্মদ হোসেনের তিন বছরের একমাত্র সন্তানের নির্মম মৃত্যু হয়। ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে মোহাম্মদ হোসেনের একটি মাত্র সন্তান বয়স(৩) তিন বছর,পরিবারের সকলেই তখন বাড়ীর কাজ নিয়ে ব্যস্ত ছিল, মোহাম্মদ হোসেন জুমায় যাবার জন্য গোসলে গিয়েছিল, ঠিক তখনি শিশুটি সবার চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হয়ে পড়ে,মেইন রোডের পাশে বাড়ী হওয়াতে শিশুকে তার বোনেরা মা বাবা,সবাই চোখে চোখে রাখত,যাতে কোন ভাবেই রাস্তায় বের হতে না পারে। ঘটনাস্থলে লোকজনের মুখে টম টম গাড়ীর বিরুদ্ধে আন্দোলনের কথা শোনা যাচ্ছে, আর এটা ও বলছে যে অনভিজ্ঞ অদক্ষ চালকের কারনেই এই দূর্ঘটনার কারন।লোক জনের কথা আর চালকের অনভিজ্ঞতার কথা মানলাম, কিন্তু তার পর ও একটা কথা থেকেই যায়, কেন না,মাতারবাড়ী একটি অত্যান্ত জনবহুল এলাকা, তার উপর আবার কয়লা ভিত্তিক বিদ্যৎু কেন্দ্রের গাড়ীর জন্য চলাচলের কোন রাস্তায় নেই, আজ একজন অসহায় পিতা মাতার শিশু সন্তান লাশ হলো কাল আবার অন্য জনের হবে, তাহলে এভাবে কি লাশের শহরে পরিনত হবে মাতারবাড়ী? নাকি সরকার মহোদয়ের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোন সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা দেখার অপেক্ষায় রইলাম।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস আই শাহজাহান ঐ টম টম আর ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানান।