স্টাপ রিপোর্টারঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন,ডুলাহাজারা বনবিটের রিংভং ছগিরশাহকাটা এলাকায় নন-ভিলেজার কর্তৃক রাতে আধারে গর্জন গাছ কেটে জায়গা পরিস্কার করে পাঁকা দালান তৈরীর প্রক্রিয়া চলছে।
গত ২৪জুন দিবাগত রাতে গর্জন গাছ কাটার মত ঘটনা ঘটেছে।
এলাকাবাসি জানান,চিরিংগা ইউপির বাসিন্দা প্রকাশ ভূট্রো নামের এক ব্যবসায়ী অত্র এলাকায় বসবাসের লক্ষে জায়গা ক্রয় করে,গত ২৪জুন দিবাগত রাতে ২৮জইন্ন্যা গ্রুপের বন হেডম্যান যোগসাজসে ৬/৭জন এলাকার বখাটে লোক দিয়ে গর্জন গাছটি কেটে ক্রয়কৃত জায়গার গাছ-গাছালি পরিস্কার করে পাঁকা দালান তৈরীর পরিকল্পনা করেছে।
এবিষয়ে বনবিট কর্মকর্তা মোঃ ইলিয়াছ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে,তিনি বলেন,রিংভং ছগিরশাহকাটায় নন-ভিলেজার কর্তৃক একটি কচি গর্জন গাছ রাতের আধারে কাটা গেছে শুনে, সরেজমিনে গিয়ে গাছটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি।বিষয়টি ডিএফও স্যার আমাকে ভীষণ চাপ দিয়েছে।সুতরাং কিছু গাছ চোরদের নাম সংগ্রহ করছি আরো ২/৩জন জড়িত আছে শুনেছি।একেবারে সকলের নাম সংগ্রহ করে মামলাটি রুজু করা হবে।বন-ভূমিতে কোন অন্যায় কাজ প্রশ্রয় দেওয়া হবে না।