এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া
চকরিয়া পৌরসভায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে অর্থদণ্ড ও একটি দোকান সিলগালা করেন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
৯ জুন বিকাল ৪.০০ ঘটিকা হতে ৭.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অফিস সূত্রে জানা যায় এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫,৫০০/- টাকা অর্থদন্ড ও একটি দোকান সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। সরকারি বিধিনিষেধ অমান্য করায় পৌরসভায়, টমটম, সিএনজি, অটোরিকশা আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ আরো গুরুত্ব দিয়ে বলেন,
মুখে মাস্ক ব্যবহার করুন। ঘরে থাকবেন নিরাপদে থাকবেন।
আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে।