নিজের জন্মদিনে কেক কাটা কিংবা হুইহুল্লার না করে দুস্থদের খাওয়ালেন হুমায়ুন কবির জিহাদ
গতকাল ১জুন চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে প্রায় ২৫০ জন দুস্থদের তৈরি করা খাবার বিতরণ করলেন হুমায়ুন কবির জিহাদ। তাঁর ভাষ্যমতে এই মহামারীর সময়ে জন্মদিন পালন করা মোটেও ভালো দেখাচ্ছে না, তাই এলাকার ছোট বড় সবাইকে সাথে রেখে এই সামান্য আয়োজন টুকু করলাম। ভবিষ্যৎ এ যেন এইরকম আয়োজন আরো করতে পারি সবার কাছে দোয়া কামনা করছি।