আবদুল হামিদ কক্সবাজারঃ
চকরিয়া উপজেলার সকল মার্কেট মালিক ও ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে ঈদ পর্যন্ত উপজেলার সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ধন্যবাদ এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকা জনপ্রতিনিধি, প্রশাসন ও সকল ব্যবসায়ী-মালিক ভাইদের।
এই গণদাবীর সাথে একাত্মতা জানিয়ে চকরিয়া সিটি সেন্টার ও ওয়েস্টার্ন প্লাজা বন্ধের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি। পরবর্তীতে গতকাল ও আজ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে দুই দফা বৈঠকের পর চকরিয়া ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকেরাও সর্বসম্মত ভাবে মার্কেট বন্ধের ঘোষণা দেন।
পাশাপাশি মার্কেট মালিকেরা দুইমাসের দোকান ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী মার্কেটের দারোয়ানদের বেতন বহন ও পৌরসভায় বসবাসকারী দোকানের কর্মচারীদের জন্য ঈদ উপহারের ঘোষণা দিয়েছেন।
পৌরসভার বাইরে বসবাসকারী কর্মচারীদের উপজেলা পরিষদ থেকে ঈদ উপহার দেওয়ার ঘোষণা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। এই সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক,
ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতি সভাপতি আজিজুল হক, নিউ মার্কেট ব্যবসায়ী নেতা ও সাংবাদিক আবদুল হামিদ।