বিশেষ প্রতিবেদক
যখন বেশিরভাগ ধনাঢ্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা হতদরিদ্র মানুষদের সহায়তা করা থেকে হাত-পা গুটিয়ে রেখেছেন তখনি ৫ টাকা ১০টাকা করে জমানো টাকা দিয়ে মানবিক সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে হিজড়া রোমানা।
বৃহস্পতিবার বিকেলে সদর ইউপির মামা-ভাগিনার দোকান সংলগ্ন উত্তর গোঁয়াখালী এলাকায় বসবাসকারী ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে চাল দিয়ে সহায়তা করেন।
জানা গেছে, রোমানার নেতৃত্বে বেশ কয়েকজন হিজড়া দীর্ঘদিন ধরে পেকুয়ায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তাদের নিজ বাড়ি চকরিয়ার সাহারবিল হলেও এখানে ভাড়া বাসা নিয়ে মিশে আছেন সর্বমহলে। এরই দৃষ্টান্ত রাখলেন হিজড়া রোমানা। তার এমন মহৎ কাজের দৃষ্টান্ত নিয়ে অন্যান্য বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
হিজড়া রোমানা বলেন, আমাদেরকে ৫টাকা ১০টাকার সহায়তা দিয়ে বেঁচে রেখেছেন হতদরিদ্র মানুষজন। বড়লোকদের কাছে টাকা চাইতে গেলে কত খারাপ কথা শুনতে হয়। অল্প যা জমানো ছিল তা দিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।