আব্দুল হামিদ, চকরিয়াঃকক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৩০ এপ্রিল আরো ১৭ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চকরিয়ার ৪জন রয়েছে। এ ৪জনের মধ্যে চকরিয়ার এসিল্যান্ড এর রিপোর্ট পজেটিভ এসেছে।
চকরিয়ায় করোনা আক্রন্ত ৪ জনের বিস্তারিত পরিচিতি নিম্নেঃ
১। নামঃ মিজানুর রহমান(৩০)
পিতাঃ খোরশেদ আলম গ্রাম কাছারিপাড়া ৯ নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন পোস্ট ফাঁসিয়াখালী থানা চকরিয়া জেলা কক্সবাজার। উক্ত ব্যক্তি পেশায় প্রাইভেটকার চালক নিজ বাড়িতে অবস্থান করছেন।
০২। নামঃ প্রিমা রিসিল(২৮)
পিতাঃ পল্লত প্রিয়,গ্রামঃ রাঙ্গাপাড়া, পোস্ট রাঙ্গাপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ। উক্ত ব্যক্তি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত আছেন।
০৩। নামঃ আমেনা বেগম(২৪)
পিতাঃ মোঃ শরিফ উদ্দিন
গ্রামঃ ভরা মুহুরী 6 নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা, পোঃ চিরিংগা,
থানাঃ চকরিয়া, জেলাঃ কক্সবাজার । উক্ত ব্যক্তি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবে কাজ করেন।
৪। নামঃ জনাব তানভীর হোসেন (৩৫), পিতাঃ আবু হোসেন মিলন,
গ্রামঃ ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া, পোস্ট ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া, থানা + জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উক্ত ব্যক্তি চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বে আছেন।