কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজারের চকরিয়ায় লুকমান (৩১) নামের এক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার ভোর ৪টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনায় ঘটেছে। নিহত লুকমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমার পাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে একটি ট্রান্সপোর্টের অধীনে মালামাল উঠানামার কাজ করতো। চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসির মতে; সোমবার ভোর ৪টা ৩০ মিনিটের সময় এলাকার মানুষ মসজিদের নামাজ পড়তে যাওয়ার সময় একটি গুলির শব্দ শুনেন। এ সময় মুসল্লিরা মহাসড়কের দিকে তাকালে দেখতে পান একটি সাদা রংঙের মাইক্রোবাস মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যাচ্ছে। মসজিদের মুসল্লিারা ঘটনাস্থলে গেলে দেখা যায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ সড়কের ধারে জঙ্গলের পাশে পড়ে রয়েছে। এলাকাবাসি লাশ দেখে সনাক্ত করেন এটি লোকমানের লাশ। লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটের ডুমখালী গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। নিহতের স্ত্রী রিফা আক্তার (২১)জানান তার স্বামী মোঃ লোকমান ভোর ৪টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরে একটি ট্রান্সপোর্টের অধীনে মালামাল উঠানামার শ্রমিকের কাজ করতো। এদিন তিনি বেতনের টাকা তোলার উদ্দেশ্যে চট্টগ্রামের যাওয়ার জন্য ভোর ৪টা ১৫মিনিটের সময় শ্বশুর বাড়ি থেকে বের হয়। পরে ৪টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চকরিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান; লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।